ঠাকুরগাঁও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড( জনবীমা) এর বিকেন্দ্রিক জেলা অফিস উদ্বোধন, উন্নয়ন সভা, পুরস্কার বিতরণ ও মৃত্যুদাবি চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি ভবন

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কার্যালয় অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনবীমা প্রধান কার্যালয়ের এসইভিপি আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এরিয়া-১৫ ইনচার্জ খাদেমুল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জনবীমার জোন প্রধান অরবিন্দু শেখর শাহা প্রতাপ, ব্রাঞ্চ কো অর্ডিনেটর শহিদুল ইসলাম, জেলা অফিসের বিসি তোফাজ্জল হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানে বলি রানী রায় কে মৃত্যুদাবির ৭৭ হাজার টাকার চেক, গোলেনুর বেগম ৭৫ হাজার টাকা, আফরিনা বেগম কে এক লাখ ৭৫ হাজার টাকা,লিপি বেগমকে ১৭হাজার ৫শ টাকা, মোরশেদা বেগম কে ৩৭ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী দিনাজপুর জেলার কোম্পানির ৩ শতাধিক কর্মী, উপস্থিত ছিলেন ।