ঠাকুরগাঁওয়ে প্রয়াত আ’লীগ নেতার প্রয়ানে স্মরণসভা মরনোত্তর সন্মাননা ও দোয়া:-
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-
বিশিষ্ট্য সমাজসেবী ঠাকুরগাঁও আ’লীগের নেতা প্রয়াত আনসারুল ইসলাম এর প্রয়ানে স্মরণসভা মরনোত্তর সন্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদের আয়োজনে ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা আ’লীগের নেতাকর্মী, সমাজসেবকরাসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেয়। এসময় তার পরিবার ও স্বজনরা প্রয়াত আনসারুল ইসলামের জীবনের কার্যক্রম তুলে ধরে আত্মার মাগফিরাত কামনা করেন। প্রয়াত ব্যক্তি সকলের কাছে প্রিয় ও সব সময় ভাল কাজের সাথে সম্পৃক্ত থাকায় তার চলে যাওয়াকে সমাজের অনেক বড় ক্ষতি বলে মনে করেন স্মরণসভায় উপস্থিতরা।
আলোচনা শেষে এলাকবাসির পক্ষ থেকে তার পরিবারের সদস্যের হাতে মরনোত্তর সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে তার আত্মার মাগফিতার কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত আনসারুল ইসলাম সদর উপজেলার চিলারং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য ও ভেলাজান উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একজন সেচ্ছাসেবক হিসেবেও মানুষের পাশে থেকে কাজ করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।