• নড়াইলের একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ৩৫ তম মৃত্যুবার্ষিকী।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।

তুমি জানো নারে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা..

বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

১৯৮৫ সালের ৪ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এই চারণ কবি বিজয় সরকার। তার কবর ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত হয়েছে।

বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল জেলা সদরের ডুমদি গ্রামে এক সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ৯ম শ্রেণি মতান্তরে মেট্রিক পাশ ছিলেন। তিনি একাধারে গীতিকার, সরকার ও শিল্পী ছিলেন। তার লেখা লোক গান ছুঁয়ে যেত মানুষের হৃদয় তন্ত্রীতে।

তিনি ১৮০০ এর বেশি গান রচনা করেছেন।

অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটির বিখ্যাত গান হলো, নবী নামের নৌকা গড়, এই পৃথিবী যেমন আছে / তেমনই ঠিক রবে, তুমি জানো নারে প্রিয় / তুমি মোর জীবনের সাধনা, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আল্লাহ নামের পাল খাটাও, বিসমিল্লাহ বলিয়া মোমিন, কূলের তরী খুলে দাও, এছাড়া ‘পোষা পাখি উ’ড়ে যাবে সজনী, ওরে একদিন ভাবি নাই মনে, সে আমারে ভুলবে কেমনে… ইত্যাদি অারে গান।

এই মহান ব্যাক্তি কে অাজ ও মনে রেখেছেন নড়াইল সর্বস্তরের মানুষ।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/