ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষজন।শুধু ফিরে আসতে পারছেন না দূর প্রবাসের রেমিট্যান্স যোদ্ধারা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (১৭এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা করা হবে।বাংলাদেশের লক্ষাধিক মানুষ প্রবাসী হিসেবে সেই সব দেশে বসবাস করছেন।পরিবার-পরিজনদের ছাড়া দূর প্রবাসে একাকী কাটবে তাদের ঈদ।সকালে ঘুম থেকে ঈদের নামাজ পড়া এরপর বাসায় গিয়ে সেমাই খেয়ে ঘুমানো এভাবেই কাটে অধিকাংশ প্রবাসীর ঈদ ।মুঠোফোনের মাধ্যমে পরিবারের সাথে ঈদ সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হলেও আপনজনদের সাথে ঈদ করার আফসোস থেকেই যায়।সময় এবং আগ্রহের অভাবে নিজের জন্য নতুন জামা-কাপড়ও কেনা হয় না অনেক প্রবাসীর।
পরিবারকে ভালো রাখতে যারা দিন-রাত পরিশ্রম করে,তাদের ঈদ কাটাতে হয় একাকিত্ব এবং নিঃসঙ্গতায়। মন খারাপ নিয়ে ঈদ কাটে অধিকাংশ প্রবাসীর। পরিবারের সাথে ঈদ করার ইচ্ছাকে চোখের পানির সাথে বিসর্জন করে দিতে হয় অনেকের।
আপনজনের ঈদকে সুন্দর করার জন্য নিজের ঈদ আনন্দ ত্যাগ করা সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।