যশোর অভয়নগর উপজেলার আকিজ গ্রুপ ইন্ডাস্ট্রি আকিজ জুটমিলের বাসের সঙ্গে বারান্দী ফকিরহাট বাজারে সড়ক দুর্ঘটনা।

২৪/০৩/২০২১ বুধবার রাত ৯ টায় আকিজ জুট মিল এর বাসের সঙ্গে যশোর অভয়নগর উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের ফকিরহাট বাজারে আকিজ জুটমিলের বাসের সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বারান্দী গ্রামের -মোঃ নাজমুল গাজী (৪০) পিতা-সোফিয়ার গাজী আকিজ জুট মিল এর বাস গাড়িতে শ্রমিক নিয়ে আকিজ জুটমিলের দিকে যাচ্ছিলেন। এমন অবস্থায় ফকিরহাট বাজারে এসে আকিজ জুট মিলের বাস নাম্বার WB-1 বাসটি বারান্দি ফকিরহাট বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যান খাবারের সঙ্গে এসে ধাক্কা মেরে এমনতো অবস্থায় ভ্যানের উপা্য ২ অথবা ৩ জন যাত্রী থাকায় একজন যাত্রী অবস্থা বর্তমান খুবই আশঙ্কাজনক।

সড়ক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাজারে স্থানীয় জনগণ এসে মোহাম্মদ নাজমুল গাজী কে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রেখা মেডিকেলে ভর্তি করেন এবং গাড়িটিকে সবাই আটকে রাখেন গাড়ির ড্রাইভার মোহাম্মদ সালাম হোসেন (৪২)পিতা আসলাম হোসেন তার বাসা কেশবপুর।

উত্তপ্ত জনগণ ড্রাইভারকে গাড়ি থেকে বের করতে চেষ্টা করা এমনতো অবস্থায় ভবদহ পুলিশ ক্যাম্পের অফিসার মোঃ ইজাজ হোসেন সকল জনগণকে নিয়ন্ত্রণ করেন। তাৎক্ষণিকভাবে ভবদহ পুলিশ ক্যাম্পের অফিসার মোঃ ইজাজ হোসেন আকিজ জুট মিলস লিমিটেড কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে সরাসরি যোগাযোগ করেন ।
ফকির হাট বাজারের সাধারণ জনগণের মন্তব্য আকিজ জুট মিলস লিমিটেড এর গাড়িগুলো ঊর্ধ্বগতিতে বেপরোয়া হয়ে গাড়িগুলো চলাচল করেন।

এবং এরা সাধারণ কোনো গাড়ি ও সাধারণ মানুষকে বেপরোয়াভাবে চাপা দেয়ার জন্য চেষ্টা করেন এদের গতিবিধি সবসময় যেন নিয়ন্ত্রণ না রেখে চলাচল করা এ সকল দুর্ঘটনা থেকে গতিবিধি রেখেই চলাচলের জন্য বারান্দি ফকিরহাট বাজার এর জনগণ আকিজ জুট মিলস লিমিটেড এর কর্তৃপক্ষের কাছে দাবি করেন এর আগেও আকিজ জুট মিল লিমিটেড কতৃক আকিজ জুট মিল অনেকবার এমন সড়ক দুর্ঘটনা ঘটিয়েছেন এর সুব্যবস্থা দাবি করেন।