বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“আমি শাসক নয় সেবক হয়ে আপনাদের সন্তান হয়ে সেবা করতে চাই” সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বললেন পৌর মেয়র আক্কাস আলী।

(১অক্টোবর) শুক্রবার বিকেল ৪ টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহিম ইসলামের সঞ্চালনায় ও সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা ওবায়দুল মিনহাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান,২নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলম, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমূখ।

এসময় উক্ত ক্লাবের সকল সদস্যগণরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এসময় বক্তারা উক্ত প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন ও সব ধরনের সহযোগীতায় আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।