![dkk](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/05/PicsArt_05-12-06.38.38-e1620837806877.jpg)
ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা
মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে তাই মায়ের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে সাহায্য সহযোগিতা চাইছেন সন্তান গোলাম রব্বানী।
একদিন পরে পবিত্র ঈদুল ফিতর জনমনে আনন্দ উল্লাস এমন মুহূর্তে কষ্ট বেদনা নিয়ে মায়ের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন মনিরামপুরের গোলাম রব্বানী।
গোলাম রব্বানী বলেন আমি কাঠমিস্ত্রির কাজ করি মনিরামপুর জীবনে কখনো মানুষের নিকট হাত পেতে কিছু চাইনি আজ আমার মায়ের কিডনি নষ্ট হওয়ার কারণে মানুষের নিকট হাত পেতেছি।
গোলাম রব্বানী মনিরামপুর উপজেলার ১২নং ইউনিয়ন বাংগালীপুর গ্রামের মোঃ আকবর হোসেনের ছেলে তার অসুস্থ মায়ের নাম মোছাঃ লিলিমা বেগম।
অসহায় ছেলেটির কষ্টের কথা শুনে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন তাকে সামান্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং সমাজের অর্থবান দানবীর বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অসুস্থ
মোছাঃ লিলিমা বেগমের;
ছেলে, গোলাম রব্বানীর মোবাইল নাম্বারে
আপনারা যোগাযোগ করতে পারেন ০১৮৬৯-১৬০১৫৭ (বিকাশ)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।