বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (সাঁওতাল) এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
থানায় পরিবারের পক্ষে লিখিত অভিযোগে জানা যায়-উপজেলা চন্ডিপুর গ্রামের রশিমন মার্ডির মেয়ে এসএসসি পরীক্ষার্থী কল্পনা মার্ডিকে তার বাবা মা মোবাইল ফোন কিনে না দেওয়ায় সোমবার ভোরে সে নিজ শয়ন কক্ষে বিষপান করে।
তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।