ভারতে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সোমবার দুপুরে নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে ওবায়দুল কাদেরর ঢাকা ছাড়ার কথা রয়েছে। নয়াদিল্লীর মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। চিকিৎসা শেষেই মন্ত্রী ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।
প্রসঙ্গত, ওবায়দুল কাদের গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তে ভর্তি হন। তার চিকিৎসায় বিএসএমএমইউ উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরে গত ২৬ ডিসেম্বর সকালে তিনি চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।