১ টাকায় ঈদ উপহার পেলেন ২০০ শত অসহায় পরিবার

 

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সংঘবদ্ধ প্লাটফর্মের উদ্যোগে ১ টাকায় ঈদ উপহার পেলো ২০০ শত হতদরিদ্র ও অসহায় পরিবার।

সোমবার (১০ মে) দুপুরে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সদর উপজেলার ভূল্লী অঞ্চলের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সংঘবদ্ধ প্লাটফর্মের উদ্যোগে ২০০ শত অসহায়, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ১ টাকায় ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাওন চৌধুরী, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, সহকারী শিক্ষক রনি, জেলা যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকিউর আলম জুয়েল, সংঘবদ্ধ প্লাটফর্মের উপদেষ্টা সাংবাদিক মামুনুর রশিদ মামুন, ৫ নং বালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মনোয়ার হোসেন, জুলফিকার আলী ও সংঘবদ্ধ প্লাটফর্মের সভাপতি প্রান্ত, সাধারণ সম্পাদক রাকিব ইসলামসহ সংগঠনের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দেশের এ দূর্যোগময় মুহুর্তে ১ টাকায় ঈদ উপহার পেয়ে খুশি ২০০ শত পরিবার।

বালিয়া ইউনিয়নের আছিয়া বেগম জানান, সত্যিই অনেক খুশি লাগছে। ১ টাকায় এতো কিছু পাবো ভাবতে পারিনি।

আউলিয়াপুর থেকে আসা বৃদ্ধা মরিয়ম বিবি জানান, টাকা পয়সা কিছু নাই, খুব টেনশনে ছিলাম, কিছু কিনতে পারবো কিনা। ছেলে গুলো অনেক খাবার দিয়েছে। ঈদের দিনটি একবেলা সুন্দর ভাবে খেয়ে কাটাতে পারবো।

সংঘবদ্ধ প্লাটফর্মের সাধারণ সম্পাদক রাকিব ইসলাম জানান, করোনার শুরু থেকে আমরা অসহায় মানুষদের পাশে ছিলাম। দেশের যে কোন কঠিন মুহুর্তে আমাদের সংগঠন জনসাধারণের পাশে থাকবে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।