ঠাকুরগাঁওয়ে আনসার ভিডিপি’র ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন

 

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার আনসার ভিডিপি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি পরিবার কর্মহীন হয়ে পড়া ২৫০ জন অসহায় পরিবারের মাঝে ত্রাণ প্রদান করেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রাতিরক্ষা বাহিনী উপ পরিচালক আনসার ভিডিপি রংপুর রেঞ্জ রংপুর সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট. লুৎফর রহমান গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী এর সার্বিক সহায়তায়, পরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম দেশের এই ক্রান্তিলগ্নে সাড়া দিয়ে প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় দেশব্যাপি প্রতিটি উপজেলায় ত্রান বিতরন কার্যক্রম চলমান রয়েছে। ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় ৫০ পরিবার সহ মোট ২৫০ পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে রয়েছে চাল ,ডাল,তেল,আলু।