মোঃ ইমরান হোসেন|মহম্মদপুর উপজেলা প্রতিনিধি
গতকাল রাতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামে আগুনে পুড়ে ধুলিস্যাৎ হয়ে গেছে দুই পরিবারের বসবাসের গৃহ। উপজেলার চরপাচুড়িয়া গ্রামের সাইফুল ও জসিম নামের দুই ব্যক্তির ৩ খানা বসবাসের ঘর আগুনে পড়ে ধুলিস্যাৎ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে এই দূর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় পাশের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে ।ক্ষতিগ্রস্তরা ও স্থানীয়রা জানায়,অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ।খবর পেয়ে চরপাচুড়ীয়ার অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য বস্ত্র ও নগদ সহায়তা নিয়ে হাজির হন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মমিনুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।