আশিকুর রহমান | জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান আবীরের মা (রেক্টাম ক্যান্সারে) আক্রান্ত হয়ে দীর্ঘ ৫ মাস ধরে হাসপাতালে শয্যাশয়ী।

বর্তমানে ইমার্জেন্সি সার্জারি করাতে হবে। এতে চিকিৎসাবাবদ প্রায় “পাঁচ লক্ষ” টাকা প্রয়োজন।
দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলমান অবস্থায় আছে।

তবে বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে মায়ের চিকিৎসারযোগান দিতে যেয়ে একেবারে শুন্য অবস্থায় আবিরের পরিবার, আবির ও তার পরিবারের পক্ষে এখন তার মায়ের চিকিৎসারভার বহন করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচের শিক্ষার্থী হিসেবে নিজ মায়ের জন্য সকলের কাছে সাহায্যের আবেদন করেছে আবির। সকলে যে যার জায়গা থেকে একটু এগিয়ে আসলে হয়ত বেচে যাবে একটি প্রান। আবীরের ” মা ” আমাদেরও ” মা ”

সাহায্য পাঠানোর ঠিকানা:
#বিকাশঃ 01521208028
01521791394
#নগদঃ 01521208028
#রকেটঃ 01521208028