নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠ‌নের অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের পা‌শে দাড়ি‌য়ে‌ছেন আওয়ামী লীগ নেতা মোঃ আনছার আলী।

শুক্রবার (৯ এ‌প্রিল) দুপু‌রে উপ‌জেলার রূপগ‌ঞ্জ ইউনিয়নের বি‌ভিন্ন এলাকার আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠ‌নের অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের বা‌ড়ি‌তে এবং ‌বি‌ভিন্ন এ‌তিমখানা, মস‌জি‌দে যা‌ন তি‌নি। এ সময় তি‌নি নিজস্ব তহ‌বিল থে‌কে অনুদান প্রদান ক‌রেন।

এ সময় রূপগঞ্জ ইউ‌নিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা ম‌নিরুজ্জামান বাদশা, নবী হো‌সেন ও মুরাদ হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীনসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।প‌রে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিসহ সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি ‌মে‌নে চলার আহ্বান জানিয়ে রূপগঞ্জ ইউ‌নিয়নের বি‌ভিন্ন এলাকায় জনগ‌নের মা‌ঝে মাস্ক বিতরন ক‌রেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী।