সন্ত্রাসী হামলায় আহত সাংবাদকের আক্ষেপ।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

আমার মৃত্যু হলে হয়তো এরা লাশ বেচাকেনায় ব্যাস্ত থাকবে
আপডেট কুষ্টিয়া, ১১ ডিসেম্বর২০২০।। গতকাল দিপ্ত টেলিভিশনের ক্যামেরা পার্সন কর্তব্যরত অবস্থায় কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় আহত হারুন আফসোস করে বললেন, ভাই আমরা সকলের অধিকার আদায়ের জন্য জীবন বাজি রেখে কাজ করি কিন্তু আজ আমি নিজে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছি আমার পাশে কেউ নেই। আমার অধিকার আদায়ের জন্য কেউ আসছে না। শুনছি আমাকে নিয়ে অনেকেই ব্যবসা করছে। তবে ভাই আমি আপনাকে বলে রাখলাম আমি আমার অধিকার আদায়ের জন্য একা লড়ে যাবো। আমি এখনো ঠিকভাবে দাঁড়াতে পারছি না। গতকাল রাতে আবার দিপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি আমার মামলার বাদী দেবেশ দাদাকে হুমকি দিয়েছে। এখন পর্যন্ত আগের মামলার আসামি গ্রেফতার হয়নি। আমি জানি সাংবাদিক সাগর রুনি দম্পতির খুনের আসামি এখন পর্যন্ত সনাক্ত করতে সক্ষম হয় নি এদেশের প্রশাসন। তবে আমার মতো একজন ক্যামেরা পার্সন সন্ত্রাসী হামলার বিচার কিভাবে পাবে? আমার মৃত্যু হলে হয়তো এরা লাশ বেচাকেনায় ব্যাস্ত থাকবে। তবুও আমি লড়ে যাবো। কেউ পাশে থাকুক বা না থাকুক।