পুরুষদের যে কষ্টের সমাধান নেই
সাত জন সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। এক লোক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো—
লোক: বাবা, মেয়েরা আমার দিকে তাকায় না। দয়াকরে কিছু উপায় করেন।
লোকটির কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বলল—
বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছায় দে।

কলার দাম

হাফিজ সাহেব কলা বিক্রেতার কাছে জিজ্ঞেস করলেন—
হাফিজ সাহেব: এক হালি কলা কত করে?
বিক্রেতা: ২০ টাকা।
হাফিজ সাহেব: কেন, সেদিন যে ১০ টাকা হালি কিনলাম?
বিক্রেতা: আগে দিতাম, এখন দিই না। এখন ২০ টাকা।

আর তা শুনে হাফিজ সাহেবও এক হালি কলা হাতে নিয়ে হাঁটা দিলেন। কলা বিক্রেতা হৈহৈ করে উঠলেন—
বিক্রেতা: এই যে সাহেব, কলা হাতে হাঁটা দিলেন যে? দাম দিবেন না?
হাফিজ সাহেব: আগে দিতাম, এখন দিই না।

শিক্ষিত হবেন যেভাবে
রোগী: ডাক্তার সাহেব এই চশমা পড়লে কি আমি এ বি সি ডি পড়তে পারবো?
ডাক্তার: হ্যাঁ, অবশ্যই পারবেন।
রোগী: দেন তাইলে চশমা দেখি এই বার কে আমারে মূর্খ বলে।

 

কলমকথা/বি সুলতানা