চোর হলেও সৎ থাকতে হবে
ভাগ-বাটোয়ার জন্যে কয়েকজন চোর মিলে সারারাতের চুরির টাকা হিসাব করছে। হিসাব করার সময় একজন চোর একখান হাজার টাকার নোট সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়েছ। তখন চোরের সর্দার বললেন—
সর্দার: এই তোরে না একদিন কইছি ভালো হইয়া যা, ভালো হইতে পয়সা লাগে না?
চোর: ওস্তাদ ভুল হইয়া গেছে।
সর্দার: হুম, জীবনে সততার সঙ্গে কাজ করবি, উন্নতি করতে পারবি। চুরি-চামারি করবি তো জীবন শেষ!

বিয়ের খরচ হিসাব করা যায় না
১০ বছরের ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে—
ছেলে: একটা বিয়ে করতে কত খরচ হয় আব্বু?
বাবা: আমি আসলে ঠিক জানি না বাপ।
ছেলে: কেন জানো না? তুমি কি অঙ্ক পারো না?
বাবা: অঙ্ক পারি; কিন্তু খরচ তো এখনো চলছেরে বাপ।

 

আগের দিন যেমন ছিল
তরুণ: দাদাভাই, আগেকার দিনে তোমরা কীভাবে জীবন কাটিয়েছো ভেবে পাই না!
দাদাভাই: কেন রে?
তরুণ: তখন ছিল না তাক লাগানো কোনো টেকনোলজি। প্লেন ছিল না, কম্পিউটার ছিল না! আরও ছিল না ইন্টারনেট, টিভি, এয়ারকন্ডিশনার, গাড়ি, মোবাইল ফোন, থ্রি-ডি মুভির মজা।
দাদাভাই: ঠিকই বলছিস। তখন এসবের কিছুই ছিল না রে ভাই।
তরুণ: তাজ্জব লাগে দাদু। কীভাবে কাটিয়েছো তোমাদের তারুণ্যের সেসব দিন

দাদাভাই: ঠিক তোমরা যেমন এখন কাটাচ্ছো! অনুশোচনাহীন, বিবেকহীন, লজ্জাহীন, সৌজন্যহীন, কৃতজ্ঞতাবিহীন,সমবেদনাহীন, আত্মশুদ্ধিহীন, ছোটদের প্রতি ভালোবাসাহীন আর বড়দের প্রতি শ্রদ্ধাহীন। দাদুভাই, কীভাবে কাটাচ্ছো তোমরা এভাবে দিন!

 

কলমকথা/বি সুলতানা