বাবা : তুই নাকি একটা জটিল সমস্যার শার্ট কিনেছিস?

ছেলে : না বাবা। আমি বলেছি, শার্টটা জটিল!

বাবা : এখন কি দোকানে ফেরত দিতে যাবি?

ছেলে : ওহ বাবা, জটিল মানে হচ্ছে সুন্দর!

সাংবাদিক : লেখক হিসাবে আপনার দায়বদ্ধতা কী?

লেখক : ছুদ্ধ বানানে লেখা, ছুদ্ধ বলা!

সাংবাদিক : লিখেছেন ‘নির্ভূল’, আর বলছেন ‘ছুদ্ধ’!

লেখক : হে হে আমি নিজস্ব বানান রীতি অনুসরণ করি!

ছাত্র : মামা, বিশ্ববিদ্যালয়ে যাইবা?

রিকশাওয়ালা : যামু না, চিনি না।

ছাত্র : কী বল, তুমি ইউনিভার্সিটি চেন না!

রিকশাওয়ালা : পরথমেই বাংলায় কইলেন না ক্যান!

 

কলমকথা/ বিথী