“আমি ডিভোর্স চাই হুজুর ” পঁচাত্তর বছরের বৃদ্ধা, আশি বছর বয়েসের বৃদ্ধ স্বামীর ওপর ডিভোর্সের মামলা ঠুকে দিয়েছেন।
কাছারিতে কেস শুনানির দিন ম্যাজিস্ট্রেট বৃদ্ধা কে প্রশ্ন করেন, -“আপনি আমার শ্রদ্ধেয়া, কিন্তু তবুও আমার কর্তব্য হিসেবে বলছি। এই বয়েসে এসে আপনি স্বামীকে ডিভোর্স দিতে কেন চাইছেন..?? এই বয়েসেই তো আপনাদের একে অন্যকে সবচাইতে বেশী প্রয়োজন।
“-আমি ওনার মানসিক নিপীড়নের শিকার।” -সেটা কি ভাবে..??
মুড ভাল না থাকলে যখন তখন আমায় যা তা করে কথা শুনিয়ে দেন..!!
-ওহ..এই ব্যাপার। তা, আপনিও পাল্টা কথা শুনিয়ে দিলেই তো হয়ে গেল।
-সেটাই তো আমার মানসিক চাপের কারণ..!! -বুঝতে পারলাম না। -আমি যখনই পাল্টা কোন জবাব দিতে যাই, কানে শোনার মেশিনটা উনি খুলে ফেলেন..!!
সংগৃহিত
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।