রাণীঃ বসে থাকতে আর ভালো লাগে না।গিয়ে একটু টিভি দেখি।
ওমা এইডা কি কয় টুনি?
টুনিঃ কি কয়?
রাণীঃ এইডা তো আমি মানবারই পারিনা।
টুনিঃ আরে কি হইছে ক না?
রাণীঃ টিভির খবরে কইলো করিম নাকি ঝড় হইছে?
টুনিঃ এ্যাঁ,কি কইলি? করিম ঝড়।
রাণীঃ হুম।
আমি ভাবতাছি করিম মরছে দুবছর।
টুনিঃ করিম ঝড় হয়ে এবার ঘাড় মটকাবে।
রাণীঃ হায় হায় এখন কি হবে, আইলো রে করিমঝড়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।