তরমুজ আলীঃ এ আদু কেমন আছিস?
আদুঃ ভালো আছি, তুই কেমন আছিস?
তরমুজ আলীঃ আদু তুই কয়বার মেট্টিক ফেল করছিস রে?
আদুঃ কেন,মাত্র ১৭ বার। তুই কয়বার ফেল করছিস?
তরমুজ আলীঃ আমি মাত্র ১৯ বার মেট্টিক ফেল করছি।
আদুঃ তাহলে আমরা দুজনে ভাল পড়ালখা করছি? এজন্য এত বার ফেল করছি।
তরমুজ আলীঃ হ্যাঁ রে ভাই ঠিক বলেছিস।
আদুঃ আমরা দুজনে খুব ভালো ছাত্র। ক্লাস ফাস্ট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।