জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ ফরিদপুরে এসিআই মটরস নানা আয়োজনে বর্ষবরণ (১৪২৯) করেছে।
এ উপলক্ষে ১লা বৈশাখ (১৪ এপ্রিল) দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট মাঠে কৃষি যন্ত্র প্রদর্শনী, তথ্য কেন্দ্র, বাচ্চাদের জন্য গেম জোন ও স্ন্যাকস কর্নার এবং রোজাদারদের জন্য ইফতারের আয়োজন ছিলো।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আঃ রব, এসিআই মটরস এর দক্ষিণ অঞ্চলের সেলস ম্যানেজার, মোঃ আতিয়ার রহমান, সিনিয়র টেরিটরি ম্যানেজার মোঃ রফিকুল করিম, টেরিটরি ম্যানেজার হাবিবুর রহমান, রিকভারি টেরিটরি ম্যানেজার জিলকাদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া এসিআই মটরস এর বিভিন্ন এলাকার ডিলার, কৃষিযন্ত্র ক্রেতা ও কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সেলস ম্যানেজার আতিয়ার রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা কোম্পানির পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠান করছি। এ বছর রমজান হওয়ায় আমরা এসিআই বৈশাখী ইফতার আয়োজন নামে অনুষ্ঠান করছি। যে সকল কৃষকেরা আমাদের সোনালিকা ট্রাক্টর, কম্বাইন্ড হার্ভেস্টার ব্যবহার করছেন এবং যারা আমাদের পণ্যের ডিলার রয়েছেন তাদের নিয়েই আমাদের এই বৈশাখী ইফতার আয়োজন। আমরা কৃষকের পাশে সবসময় আছি। আমাদের পক্ষ থেকে যে কোন সহযোগীতা কৃষকদের জন্য রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।