অয়ন সরকার, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি: আজ ২৮ শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জ উপজেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

সারাদেশের ন্যায় খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগরে দিবসটি পালিত হয়েছে। ২৮ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধা ৬টায় চুকনগর আওয়ামীলীগ এর দলিয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি এস এম মুস্তাফিজুর রহমান (দুল) উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন বলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আধুনিক বাংলাদেশের রূপকার জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করে তার জীবন, কর্ম ও অবদানের উপর আলোচনা করেন।

আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যড প্রতাপ কুমার রায় বলেন তিনি অত্যন্ত সাহসী, মানবিক গুণাবলীতে ভরপুর, দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে কঠোর পরিশ্রম করেন।

তিনি আরও বলেন, করোনা মহামারীর সময়ে জনস্বার্থকে বিবেচনায় রেখে মুজিববর্ষ উদযাপনে দেশের সকল গৃহহীনকে ঘর তৈরি করে দেয়ার মতো মানবিক সিদ্ধান্তসমূহ তিনি নিয়েছেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ও দেশের জন্য নেওয়া তাঁর সকল কর্মসূচীকে সাফল্যমণ্ডিত হওয়ার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।