আজাদুল বারী, স্টাফ রিপোর্টার: নাটোরের বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেনের একমাত্র কন্যা ফাতেমা হক জয়া’র জন্মদিন আজ। ১৯৯৮ সালের এই দিনে মেয়র দম্পতির কোল আলো করে সে পৃথিবীতে আসেন।
মেধাবী জয়া বর্তমানে কাদিরাবাদ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন।
এদিকে শোকাবহ মাসের প্রতি সম্মানার্থে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে একমাত্র কন্যার জন্মদিন পালন করতে নেই কোন আনন্দ আয়োজন। তবে জয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার বনপাড়া পৌরসভার বিভিন্ন মসজিদে তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় দোয়া মোনাজাত এবং পরিবারের পক্ষ থেকে গরীর অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।