মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মহম্মদপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বেবী নাজনীন।

এসময় তিনি সর্বসাধারণ কে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

তিনি এক বার্তায় মহম্মদপুর উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, চাকুরীজীবি, ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমিক সহ ধর্মবর্ণ নির্বিশেষে সর্বসাধারণ কে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানান।

এসময় তিনি আরও বলেন, রাগ-অভিমান, হিংসা-বিদ্বেষ ভূলে ধনী-গরীব সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি মানুষের মাঝে পরিস্ফুটিত হোক এবারের ঈদের আনন্দ। কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত দুবছর আমরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহর অশেষ রহমতে এবছর পবিত্র ঈদুল ফিতর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হবে বলে আশা করি। আর এ খুশি আর আনন্দ ছড়িয়ে পড়ুক মহম্মদপুর উপজেলার সকলের মধ্যে।