মোঃকবিরুল ইসলাম (কবির) চুকনগর প্রতিনিধিঃ শারদীয়া উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।ধর্ম যার যার উৎসব সবার। আশা করি মা আপনাদের সকলের জীবন আনন্দে ভরিয়ে তুলুক। মায়ের আগমনে আমাদের পরিবার ভরে উঠুক খুশির হাওয়া। চলো সব দুঃখ কষ্ট ভুলে শারদীয়ার আনন্দে মেতে উঠি সকলে মিলে।
মায়ের আগমনের সুরে জানাই আমার পরিবারের সকলকে দূর্গা পূজার আগাম শুভেচ্ছাও প্রাণঢালা অভিনন্দন।২০২১ সালে দুর্গা পূজার সময়সূচিঃ ‘এবার মাগো বিদায় তবে..’ তবে ‘আসছে বছর আবার হবে’র সুরে বাঙালির প্রাণপণ একটাই আকাঙ্খা লেগে রয়েছে, তা হল অতিমারী কাটিয়ে এক সুস্থ পৃথিবীতে ২০২১ সালের দুর্গাপুজো সংগঠিত হোক! ২০২০ সালের দুর্গাপুজো কাটতেই তাই বাঙালির নজর ক্যালেন্ডারে।
এবছরের দুর্গাপুজোর আক্ষেপ যাতে আগামীর দুর্গাপুজোতে মিটিয়ে নেওয়া যায়, তার প্রার্থনা নিয়েই এবার দেখার পালা, আগামী বছর ২০২১ সালে দুর্গাপুজো কবে!
মহালয়া কবে পড়েছে?
আগামী বছর ৬ অক্টোবর পড়েছে মহালয়া। প্রতিপদ রড়েছে ১ অক্টোবর। প্রসঙ্গত, ২০২০ সালে দেখা গিয়েছে মহালয়ার এক মাস পরে উমা এসেছেন ঘরে। আর তার সঙ্গেই অনাহুত অতিথি হিসাবে গোটা দুর্গাপুজোতে অতিমারী দাপট দেখিয়েছে গোটা বিশ্বে। এমন পরিস্থিতি যাতে পরের বছর না আসে, সেই প্রার্থনাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিরা।
ষষ্ঠী থেকে সপ্তমী
২০২১ সালের ষষ্ঠী পড়েছে ১১ অক্টোবর, ১২ অক্টোবর পড়েছে সপ্তমী। আশা করা যায় অতিমারী সারিয়ে এক সুন্দর পৃথিবীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হবে ২০২১ সালের সপ্তমীর সকাল।
অষ্টমী, নবমী
মহাষ্টমীর পুজো ২০২১ সালে ১৩ অক্টোবর হবে। সেদিন বুধবার পড়েছে। নবমী পড়েছে বৃহস্পতিবার। ১৪ অক্টোবর পড়েছে নবমী।
বিজয়া দশমী
আগামী বছর ২০২১ সালে ১৫ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। আশা করা যায় সেদিন চেনা মেজাজে বাঙালি নিজেকে ধরা দেবে। পড়ন্তের সূর্যের আলোয় দিকে দিকে সিঁদুর খেলা হবে। আর আকাশের রাঙা ক্যানভাসের নিচে সিঁদুর খেলার সঙ্গে বিজয়ার প্রণাম, কোলকুলিতে বাঙালি মেতে উঠবে আগের মতোই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।