আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নবনির্বাচিত সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।
গতকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই অভিনন্দন জানান তিনি।
উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন।
২০০৪ সাল থেকে এই সংগঠনটির হাল ছিল নাজমা আক্তার ও অপু উকিলর হাতে।
নতুন সভাপতি ডেইজি এর আগে সংগঠনটির সহ-সভাপতি ছিলেন।আর শারমিন সুলতানা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।