আজ ০৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা।

অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:

১৮৫৪- সান ফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।
১৯০২- গওহর জানের কণ্ঠের গান দিয়ে ভারতের কলকাতায় প্রথম গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে।
১৯০৯- কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।
১৯২২- কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।
১৯৫০- ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।
২০১৪- বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম:

১৫৯২- মুঘল সম্রাট শাহ জাহান।
১৮৮০- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।
১৯৩৭- বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ী আবদুল মোনেম।
১৯৩৮- বাংলাদেশি ছড়াকার সুকুমার বড়ুয়া।
১৯৪০- লেখক ও অনুবাদক ফখরুজ্জামান চৌধুরী।
১৯৪৬- মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক ডায়ান কিটন।
১৯৫৫- পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

◾সুকুমার বড়ুয়া
বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার। ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্নমাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ , শাণিত আবার কোমলও বটে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রাউজান ক্লাব সম্মাননা, কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ নানান সম্মাননায় ভূষিত হন। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু ইত্যাদি।

মৃত্যু:

১৯৮১- বিপ্লবী, গণসংগীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন।
১৯৯০- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আর্থার কেনেডি।
১৯৯৪- কথাসাহিত্যক ও সংগীত শিল্পী সুচরিত চৌধুরী।
১৯৯৫- প্রথম বাঙালি মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী।
২০১৩- ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়।