শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদ হাট বাজার সংলগ্ন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে (১৯ই মে) রোজ বুধবার রাত ৮টায় লোক কবি গান অনুষ্ঠিত হয়েছে।
তন্দ্রাচ্ছন্ন ঘোর কলি সর্বগ্রাসী অধর্মের করাল কষাঘাতে নিষ্পেষিত, মানবকুল অপসংস্কৃতি ও কুসংস্কার এ ভরা আমাদের এই গোটা সমাজ দূর করার লক্ষ্যে সকল সুখ শান্তি বয়ে আনুক সকল প্রাণে। সন্ধ্যা থেকে শুরু হওয়া লোক কবি গান গুরু ও শিষ্য পালা, এ পালায় চারণ কবি শ্যামল সরকার ও প্রীতিশ গাইন, মনমুগ্ধকর পরিবেশ ও অধীর আগ্রহে সাথে অত্র এলাকার জনগণ হিন্দু-মুসলমান একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চরযশোরদী ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা ফরিদপুর জেলা সভাপতি ও যুবলীগের নেতা মোঃ সোহেল মোল্লা, আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা মহাসচিব ও আওয়ামীলীগের নেতা প্রভাষকঃমোঃ হিরু মোল্যা আওয়ামী লীগের নেতা লিয়াকত ফকির, যুবলীগ নেতা,সাইফুরজ্জামান বিপ্লব(সাজেদুর রহমান) সহ অন্যান্য প্রমুখ।
উল্লেখ্য বিষয়ে যে চেয়ারম্যান তার বক্তব্য বলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশ একে অপরের সাথে মিলে মিশে বসবাস করছি ,এটা সবসময় অব্যহত থাকবে, নস্যাৎ করতে চাইলে সাথে সাথে প্রতিহত করা হবে।পরে মন্দিরে সামনের টিন গুলো ভঙ্গুর অবস্থায় থাকায় দ্রুত মেরামত এর আশ্বাস দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।