ঠাকুরগাঁও জেলা শহর থেকে দক্ষিণে প্রায় ৩৫ কিঃমিঃ দূরে অবস্থিত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা।পীরগঞ্জ উপজেলা শহর থেকে দক্ষিণ পূর্বে ৪কিঃমিঃপীরগঞ্জ- বোচাগঞ্জ দিনাজপুর রোডে অবস্থিত পীরগঞ্জের বিস্তৃত বনভূমি শাগুনি শালবন,নির্জন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক উল্লাসিত কানন।
আর এই শালবন পাশে ঘেষে টাঙ্গন নাদীর সড়কের ব্রিজ ও ব্রিজের পাশেই রয়েছে রবার ড্যাম আর রবার ড্যামের দক্ষিণে কিছু দূরে রয়েছে পীরগঞ্জ দিনাজপুর গামী রেলপথের টাঙ্গন নদীর উপরে শাগুনি রেল ব্রিজ।আর এসব দেখতে ছুটে আসে নিত্যদিনে দর্শনর্থীর ভীড়।
সরেজমিনে দেখা যায়,শালবনে ঘুরতে এসে কেউ নদীতে গোসল করে,নাচানাচি আর জেলেরা নদীতে অনায়াসে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করেন।এ বিষয়ে দিনাজপুরের এক দর্শনার্থীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান অনেক নাম শুনেছি শাগুনি শালবনের আজ বাস্তবে দর্শনে মন ভরে গেল।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বলেন এখানে পার্ক নির্মান হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি হবে।তবে প্রত্যেক দিন দর্শনার্থীর আগমনে এ স্থান পার্কে পরিণত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।