শাহজালাল মোল্লা ফরিদপুর:ফরিদপুরে ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবন্ধন ও র ্যালি অনুষ্ঠিত হয়েছে
“সকালের জন্য মর্যাদা স্বাধীনতা ও ন্যায় বিচার “এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুর প্রেসক্লাব ও জেলা প্রশাসকের ভবনের সামনে আজ ১০(ডিসেম্বর) রোজ শনিবার সকাল ৯ টায় ফরিদপুর জেলা শাখার বিভিন্ন মানবাধিকার সংগঠন র ্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথমে র্যালিটি জনতা ব্যাংকের মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে একত্রিত হয়ে মানবতার স্লোগান ও বিভিন্ন অধিকার সম্পর্কে সবাইকে সচেতনতামূলক বক্তব্য দেন ও সাধারণ জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
পরে জেলা প্রশাসকের হলরুমে জেলাপ্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর জানান মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আগে নিজে সচেতন হই,অন্যকেও সচেতন করি,এবং জনসাধারণের মধ্যে ও জনসচেতনতা সৃষ্টি করি এবং আমাদের সকলের প্রাণ-প্রিয় বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আমরা সকলেই সহায়ক হই।আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আমরা মানবাধিকার কর্মী ও সাংবাদিকগণ চাই,”সকলের জন্য মর্যাদা,রাষ্ট্রীয় স্বাধীতা ও অসহায় দরিদ্র মানুষের ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠিত হউক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।