প্রসেনজিৎ বিশ্বাস বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা বিষয় ২০ মে ২০২২ ইং শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব সুলতান আহমদ মিলনায়তনে প্রকৌশলী বিশাল আচার্য্যের সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী নীপেশ রঞ্জন হোড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব কৃষ্ণপদ আচার্য্য।সংগঠনের কর্মধারা গতিশীল করার লক্ষ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শ্রী জহরলাল চক্রবর্তী।সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর থেকে চন্দন চক্রবর্তী, হরিনারায়ন ভট্টাচার্য্য,শিক্ষিকা রানু চক্রবর্তী,পলাশ কান্তি নাথ, প্রকৌশলী স্বদেশ কৃপা দাস চৌধুরী, লায়ন ডা: রতন চন্দ্র ভৌমিক, রুপম মহাজন, ডা: অপূর্ব ধর, উত্তর জেলা থেকে কালিপদ সেন, অধ্যাপক রূপন ধর, বিমল নাথ, প্রকৌশলী অজিত দত্ত, চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে রাসেল দাস, সাংবাদিক মানস চৌধুরী, জনি আচার্য্য, কক্সবাজার জেলা থেকে এস কে আচার্য্য,এড.অশোক কুমার আচার্য্য, স্বপন মল্লিক, সঞ্জয় শীল, রাঙ্গামাটি জেলা থেকে দীপেন ঘোষ, বিমল চক্রবর্তী,পঞ্চানন ভট্টাচার্য, বান্দরবান জেলা থেকে জিতু দাস,জুয়েল ধর এবং বিজয় চক্রবর্তী প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় যে চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা ও মহানগর পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ একটি পূর্ণাঙ্গ বিভাগীয় কমিটি গঠনকল্পে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে চট্টগ্রামে একটি অনাড়ম্বন পরিবেশে বিভাগীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় ।