মোঃ সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: ২৭শে জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাঁগরদাড়ি মধু মেলায় দর্শনার্থীদের ছিল প্রচুর ভিড়। কোথাও পা রাখবার জায়গা ছিল না।
যেদিকে চোখ যায় শুধু মানুষের ভিড় আর ভিড়,
মেলার দোকান গুলোতে ছিল মানুষের সমাগম। দোকানিদের বেচাকেনা খুবই ভাল হচ্ছে এই দুই দিন।
বিপত্তি ঘটেছে মেলার প্রবেশ দ্ধারে প্রশাসনের গাড়ি গুলো রাস্তার উপর রাখায় এবং ফুটপাতে দোকান বসায় মানুষের জ্যাম বেড়ে যায়।
দর্শনার্থীদের জ্যামের কারণে ১০ থেকে ১৫ জন আহত হন। পরে স্থানীয় চিকিৎসা দেওয়ায় উনারা ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন। মেলায় কেশবপুর নিউজ ক্লাব থেকে আগত ইমরান, মিন্টু,মাসুদ,রকি, বুলবুল উনাদের সহিত কথা বলে জানা যায় এই রকম লোকের সমাগম গত ৮ দিনে দেখা যাইনি । অনেকে ভিড় দেখে বাড়ি ফিরে গেছেন কেহ কেহ মেলায় ঢুকতে পারিনি।
দর্শনার্থীদের ভিড় ঠেকাতে প্রশাসনের কর্মতৎপরতা চোখে পড়ার মতো ছিল।
মেলায় বিশেষ আকর্ষণ ছিল খুলনা ব্যান্ডের শিল্পী জেমস অনিক। গানের তালে তালে তরুণেরা খুবই উপভোগ করেছে।