নেপালের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১২৮ জনের প্রাণহানি এবং বেশ কয়েক জন আহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দেশটির জাজারকোট জেলায় ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।
শনিবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বলছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৭ মাত্রায় আঘাত হানে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।
শনিবার দেশটির কর্মকর্তারা জনান, শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে জাজারকোট এলাকার বেশ কিছু বাড়িঘর ধসে পড়েছে। এমনকি প্রতিবেশী ভারতের নয়াদিল্লির ভবনগুলোও এ ভূমিকম্পে কেঁপে ওঠে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।