জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য নিরূপণ করে। যারা এরূপে ভাগ্য গণনা করে তাদের বলা হয় জ্যোতিষ। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে।
কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই চোখ রাখুন ‘দৈনিক কলম কথা’র পাতায়, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন। পাশাপাশি, তিনি আপনাকে মদ্যপানের প্রস্তাবও দিতে পারেন। আজ আপনি ঋণে দেওয়া অর্থ হঠাৎ ফিরে পেতেন পারেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে, আপনি তাঁদের কতটা খেয়াল রাখেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। ব্যস্ত কাজের তালিকা আপনাকে খিটখিটে করে তুলতে পারে। আজ আপনার প্রি়য়জন আপনাকে অপরিমেয় সুখ দেবেন। স্ত্রীর সাথে ভালো সময় কাটবে।
বৃষ রাশি: আপনার জীবনসঙ্গী আপনার প্রতি আরও যত্নশীল হয়ে উঠবেন। ভাই বা বোনের কাছ থেকে আজ বিরাট সাহায্য পাবেন। যা আপনাকে সুবিধা প্রদান করবে। আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। আপনার সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। কর্মক্ষেত্রে কোনো অজুহাত না দিয়ে নিজের কাজের প্রতি যত্নশীল হন। আজ বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
মিথুন রাশি: বাজে কথায় সময় নষ্ট না করে চুপ করে থাকায় শ্রেয়। গুরুজনরা যাতে আঘাত না পান সেজন্য সংযতভাবে কথা বলুন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। বাড়ির বয়স্ক কারুর কাছ থেকে সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। সৃষ্টিশীল ব্যক্তিরা আজ সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি বা স্বীকৃতি অর্জন করবেন আজ। স্বাস্থ্য ভালো থাকবে। আজ কোনো কাছের মানুষের সাথে দেখা হতে পারে।
কর্কট রাশি: স্ত্রীর সাথে আজ অত্যন্ত ভালো সময় কাটবে। আজ আপনি সমাজসেবার পাশাপাশি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। অতীতের কারোর সাথে আজ দেখা হতে পারে এবং দিনটি সেজন্য স্মরণীয় হয়ে থাকবে। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য আজ ভালো দিন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করবেন। স্বাস্থ্য ঠিক থাকবে আজ। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন।
সিংহ রাশি: সামাজিক অনুষ্ঠানগুলিতে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়িয়ে তোলার ক্ষেত্রে আদর্শ সুযোগ হবে আজ।আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা সাফল্য আনবে। অর্থ-সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে। পাশাপাশি, তিনি আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন সম্পর্কে সচেতন করবেন। আজ আপনি কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। আজ আপনার প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা আছে।
কন্যা রাশি: আজকে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতার জন্য প্রচুর প্রশংসা পাবেন এবং আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। স্ত্রীর সাথে ভালো সময় কাটবে। সময়ের সঠিক ব্যবহার করুন এবং বাড়ির সদস্যদের সাথেও সময় কাটান। জমিজমায় বিনিয়োগ করা লাভজনক হবে। অন্যদের বিরুদ্ধে বিদ্বেষভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হবে। তাই, এটি বর্জন করুন। আজ আপনার প্রেমের পরিস্ফুটন ঘটবে। বড় অনুষ্ঠান পরিচালনা করার মত শক্তি আজ আপনার থাকবে।
তুলা রাশি: জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনার বন্ধুদের সাথে সময় দিন। বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আজ, আপনি কোনোরকম সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন। কথা রাখতে না পারলে কাউকে কথা দেবেন না। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে সহকর্মীরা অন্যান্য দিনের তুলনায় আজ আপনাকে ভালভাবে বুঝতে পারবেন। সন্তানদের সমস্যার সমাধান করতে সময় বের করুন। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। প্রেমের জন্য ভালো সময়। আপনার শৈশব স্মৃতি আজ আপনাকে জড়িয়ে রাখবে। এরফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য কোনো চমৎকার পরিকল্পনা করে রেখেছেন।
ধনু রাশি: বসের ভাল মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে আজ। আপনার কোনো ভাই বা বোন আজ আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন। আজ কোনো রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। মনে রাখবেন, আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। স্ত্রীর সাথে আজ ঝগড়া হতে পারে। আজ আপনার করা কোনো কাজ বাকিদের সাহায্য করবে এবং আপনারও মনোবল বাড়িয়ে দেবে। নিকট পরিচিতদের সাথে ব্যবসায়িক কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকুন।
মকর রাশি: আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। আজকে ভালো রকম অর্থ উপার্জন করলেও খরচবৃদ্ধি সমান হারে ঘটবে। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা অবশ্যই পাল্টান। ব্যবসা সম্পর্কিত কথা বা ব্যবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে।
কুম্ভ রাশি: ব্যস্ত রুটিন থাকলেও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন। অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়েও বেশি ফেরত দেবে। স্ত্রী যত্নশীল হবেন। আজ কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে।
মীন রাশি: আপনার কঠোর পরিশ্রম আজ কর্মক্ষেত্রকে রঙিন করে তুলবে। আপনার অফিসের সহকর্মী আজ আপনার কোনো মূল্যবান জিনিস চুরি করতে পারেন। আপনি দীর্ঘ কোনো অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন। স্বার্থপর ব্যক্তিদের এড়িয়ে চলুন। আজকে আপনি আপনার প্রেমিকার ব্যাপারে অনেকে কিছু ভুল ভাববেন। আপনার সঙ্গিনীর কাছ থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। কোনো কথা বলার আগে অবশ্যই ভেবে কথা বলুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।