সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): নিজেকে সংযত রাখলে খুবই লাভবান হবেন। চাকরি ক্ষেত্র শুভ। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। আর্থিক, পারিবারিক বিষয়ে চিন্তাভাবনা করে অগ্রসর হোন। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের যাবে।.
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): এ সপ্তাহটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর্থিক ক্ষেত্র বেশ শুভ। নতুন যোগাযোগের অফুরন্ত সম্ভবনা আছে। কারো কারো বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফলের জন্য আরো মনোযোগ বৃদ্ধি প্রয়োজন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): আয় উপার্জনের যথেষ্ট সুযোগ তৈরি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আরো চিন্তাভাবনা ও পরামর্শের প্রয়োজন। যানবাহন ও ভ্রমণে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে।
কর্কট রাশি ( ২২ জুন-২৩ জুলাই): যথেষ্ট ব্যস্ততার মধ্যে এ সপ্তাহ শুরু হবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত উত্তেজিত অবস্থায় নেওয়া ঠিক হবে না। প্রেমের ক্ষেত্রে যথেষ্ট মান অভিমান চলতে পারে। দূর থেকে কোনো সংবাদে আনন্দিত হবেন। কেউ কেউ কর্মক্ষেত্রে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রেমে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কারো বিয়ের আলোচনা ফলপ্রসূ হতে পারে। অর্থ লেনদেনে সতর্ক হতে হবে। হঠাৎ কোনো খবরে আনন্দ অনুভব করবেন। সরকারি কাজে সাময়িক বাধা আসতে পারে। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আর্থিক দিক থেকে শুভ যাবে। দাম্পত্য জীবন পূর্বের তুলনায় যথেষ্ট ভালো যাবে। শরীরের প্রতি আরো যতœবান হতে হবে। সামাজিক কাজে সম্মান পাবেন। শত্রুরা নত স্বীকার করবে। রোমান্টিক যোগাযোগ শুভ। যানবাহনে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): এ সপ্তাহটি আপনার জন্য বেশ ভালো। আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে। প্রয়োজনের তুলনায় ব্যয় বেশি হতে পারে। তৃতীয় লোকের কারণে আপনার সাংসারিক অশান্তি হতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এ সপ্তাহটি বেশ সম্ভবনাময়। রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): এ সপ্তাহটি আপনার জন্য শুভ। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। চাকরি সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। সবধরনের মতানৈক্য এড়িয়ে চলুন। কোনো বিশেষ ব্যক্তি দ্বারা উপকৃত হবেন। প্রেমের ক্ষেত্রে সুখ, শান্তি, উত্তেজনা চলবে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পরিবারে বেশ কিছু শুভ ও খুশির আমেজ পাবেন। প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ। এ সপ্তাহে আর্থিক দিক থেকে ভালো থাকবেন। দাম্পত্য সম্পর্ক অনেক ভালো থাকবে। তবে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। সময় আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। স্পষ্ট, উচিত কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। পারিবারিক কারণে ব্যস্ততা বাড়বে। স্বাস্থ্যের ব্যাপারে আরও যতœবান হোন। প্রার্থনার ব্যাপারে আরও মনোযোগী হলে আপনার উন্নতির সহায়ক হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন কোনো কাজে সাফল্যের যোগ রয়েছে। নিজের ওপর আত্মবিশ্বাসী হোন। আপনার পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য পরিবার এবং কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। পরিমিত আহার ও নিদ্রার প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে দ্বন্দ্ব মনোমালিন্য এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ইমোশন সেন্টিমেন্টকে সংযত রাখার চেষ্টা করুন। সহজে শরীরে ঠান্ডা লাগাতে দেবেন না। প্রতিটি চিন্তাভাবনায় ও কাজে দৃঢ় প্রত্যয়ী হওয়ার চেষ্টা করুন। নিয়মিত হালকা ব্যয়াম করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।