কপালে টিপ পরায় এক শিক্ষককে বাজে গালি দেয়ার পর তার গায়ে মোটরসাইকেলের চাকা তুলে হেনস্তার অভিযোগ উঠেছে রাজধানীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানায়, শিক্ষিকাকে গালাগালি করা ওই ব্যক্তিটি পুলিশ কি-না এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, হেনস্তার শিকার রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার এই বিষয়ে শেরেবাংলা নগর থানায় শনিবার (২ এপ্রিল) একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি অভিযোগ করেন, ‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে।

ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক। ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান সেই ব্যক্তি।’ শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বাংলা গণমাধ্যমকে বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত সেই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।’