মোঃ আজগার আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিদুল ইসলাম এঁর নেতৃত্বে থানার এসআই (নিঃ) মোঃ আজিজ মাহমুদ সঙ্গীয় এএসআই (নিঃ) ইব্রাহীম রাসেল, এএসআই(নিঃ) শাহানুর আলম সঙ্গীয় ফোর্স সহ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা থানাধীন পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া সাকিনস্থ হাটখোলা হইতে কাবিরাজের মোড় গামী পাকা রাস্তার উপর জনৈক সন্তোষের মৎস পুকুরের সামনে হইতে পুরাতন সাতক্ষীরার শেখ মাহবুবুর রহমান এর ছেলে শেখ মাসুদুর রহমান (৪৮) কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার হেফাজত হইতে মোট ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০ গ্রাম, আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
অপর একটি অভিযানে থানার এসআই (নিঃ) মোঃ হাসানুর রহমান, এএসআই (নিঃ) মোঃ আসাদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা থানাধীন ইটাগাছা সাকিনস্থ ইকরা একাডেমির পাশে জনৈক মোঃ আশরাফ আলী (৪৭) পিতা-মৃত লালু মন্ডল এর কাঠের আসবাবপত্র এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ইটাগাছা গ্রামের মৃত গোলাপ গাজীর ছেলে মোঃ নুরুজ্জামান ময়না (২৮) কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার হেফাজত হইতে মোট ২৪ (চব্বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ২.০৪ গ্রাম, আনুমানিক মূল্য ৭,২০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।