![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/07/স্ত্রীকে-নৃশংসভাবে-হত্যার-পলাতক-আসামী-গ্রেফতার.jpg)
২০০৭ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৬ বছর যাবৎ পলাতক আসামী রবিউল ইসলাম (৬০)’কে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
কুষ্টিয়া জেলার দৌলতপুরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৬ বছর যাবৎ পলাতক আসামি রবিউল ইসলাম (৬০), পিতা-মৃত পিয়ার বিশ্বাস, সাং-চরদিয়ার, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে ০৫/০৭/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ২০০৭ সালে একটি হত্যা মামলা রুজু করা হয়। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২১ সালের রায় ঘোষণার মাধ্যমে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।