কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক (৩৮)কে ১৯০ বোতল বিদেশী মদসহ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ফারুক (৩৮), পিতা-মৃত আঃ খালেক, সাং-কুটিগ্রাম, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়াকে ২৭/০৪/২০২৩ তারিখ গভীর রাতে ১৯০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম(সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ অভিনব পদ্ধতিতে সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে নিজ হেফাজতে রেখে কুমিল্লাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। ধৃত আসামির নামে বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।