ইসলামী বক্তা আবু ত্বহা আদনান স্বেচ্ছায় গাইবান্ধায় তার এক বন্ধুর বাসায় আত্নগোপনে ছিলেন
কেএম জহুরুল হক জনি(গাইবান্ধা) থেকে-
রংপুরের ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সঙ্গীরা ঢাকা থেকে ফিরে সিয়াম নামে তার গাইবান্ধার এক বন্ধুর বাসায় আত্মগোপন করেছিলেন।তার বন্ধু সিয়াম এর বাড়ী গাইবান্ধার ত্রিমোহনী এলাকায়।
পুলিশ জানায়,ত্রিমোহনীর ঐ বাসায় তার বন্ধু সিয়াম বাসায় ছিলেন না। তার মা বাসায় ছিলেন।ঐ বাসায় তারা একটি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তারা গত বৃহস্পতিবার রাতেই ঢাকা থেকে ফিরেছে অন্য কোথাও অবস্থান করেনি। আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধারের পর শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে এ কথা জানায় রংপুর ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে দাবি করে ব্যক্তিগত কারণে তারা আত্মগোপনে ছিলেন।তবে ব্যক্তিগত কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে পুলিশ জানায় যেহেতু ব্যাক্তিগত কারণ এবং আদনান এর পক্ষ থেকে না বলার অনুরোধ করেছে সে কারণে সে মুহূর্তে ডিবি পুলিশ ব্যাক্তিগত কারণটি বলেন নি।পুলিশ বলেন বিষয়টি ভেরিফাই করতে হবে। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।পুলিশ জানায় আজ রাতে তাদেরকে থানা হেফাজতে রাখা হবে এরপর আগামীকাল কোর্টে তুলে জবানবন্দির ভিত্তিতে আইনগত প্রক্রিয়ায় পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।এরআগে ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মেলে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। শুক্রবার দুপুরে তার শ্বশুরের বাসায় তাকে পাওয়া যায়।শ্বশুরের বাসা থেকে পাওয়ার পর সাড়ে ৩টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য আবু ত্ব-হা’কে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়।রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকাল আড়াইটার দিকে তাকে রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।এর আগে বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর কোতোয়ালি থানায় সন্ধান চেয়ে জিডি করেছিল আদনান এর মা সাজেদা বেওয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।