বহুল আলোচিত যশোর জেলার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোছাঃ লিলি বেগম (৬০) কে যশোর জেলার বেনাপোল এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

যশোর জেলার বেনাপোল এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোছাঃ লিলি বেগম (৬০), স্বামী- মোঃ বাবুল শেখ, সাং-গোবরা চৌধুরী পাড়া, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জকে ২৪/০২/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে যশোর জেলার বেনাপোল এলাকায় একজন সিন্ডিকেট মাদক ব্যবসায়ী। সে সীমান্ত এলাকা হতে মাদক ক্রয় করে নিজ হেফাজতে হেরোইন রেখে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হলে পরবর্তীতে তার নামে গ্রেফতারী আদেশ হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে পুনরায় মাদক দ্রব্য ব্যবসা করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।