যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আমজাদ হোসেনের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতিসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক কৃষক।
প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কৃষক বালিয়াডাঙ্গা গ্রামের আবুল কাসেম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের ভাইরা ভাগবণ্টন করে ১৮১ দাগে সাড়ে ৪০ শতক জমি তিনি ভোগ দখল করে আসছেন। কিন্তু আমজাদ হোসেন দীর্ঘদিন কুপরামর্শ দিয়ে সন্ত্রানী বাহিনী প্রয়োগ করে ওই জমি দখলে নিয়ে ঘর নির্মাণ করেছেন।
এছাড়া, একশ’৬৭ দাগে তাদের সব ভাইয়ের ২৩ দশমিক ২৫ শতক জমি রয়েছে। সেখান থেকে এক ভাই বোনাইয়ের নিকট চার দশমিক ৭৫ শতক জমি বিক্রি করেন। এছাড়া, গ্রামীণ ফোন টাওয়ারের জন্যে নয় দশমিক ৩০ শতক জমি বিক্রি করেন তারা। বাকি নয় দশমিক ২০ শতক জমি থাকলেও আমজাদ হোসেন তার ভাইদের কাছ থেকে প্রতারণা করে ১৪ শতক জমি নিজের ও স্ত্রীর নামে দলিল ও নামজারি করে নিয়েছেন।
সামান্য বেতনে চাকরি করেও আমজাদ হোসেন পাঁচটি প্লটে ফ্ল্যাট বাড়ি, গোডাউন, দোকানঘর নির্মাণ, ঘের বেড়ীসহ অবৈধভাবে কয়েক কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন বলে অভিযোগ করেন এ কৃষক। এছাড়া, সরকারি খাসজমি দখলসহ ভূমি অফিসে একের পর দুর্নীতি ও প্রতারণা করছেন আমজাদ হোসেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন কৃষক আবুল কাসেম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।