কোটচাঁদপুর ( ঝিনাইদহ ) রাম জোয়াদার : ঝিনাইদহ জেলার উল্লেখযোগ্য সংখ্যা মহিলা তাদের শ্রম বিক্রিকরে জীবিকা নিবাহ করে থাকে পুরুষদের পাসাপাশি এবং পুরুষদের সমান শ্রম ঘন্টা কাজ করেও মজুরী প্রাপ্তি ক্ষেত্রে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছে ।
বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের অধেক মজুরীও তাদের দেওয়া হচ্ছেনা । এসব নারী শ্রমিকদের সাথে আলাপ করে জানাযায়, পরিবারের অসচ্ছলতা দুর করার জন্যই তারা শ্রমিকের খাতায় নাম লিখিয়াছে ।
অনেক বেঁচে থাকার তাগিদেই তাদের শ্রম বিক্রি করছে এরা হয় স্বামী পরিত্যক্ত, নতুবা ভুমিহীন কিংবা নিযাতিতা -অসহায় ।
এসব নারী শ্রমিকরা সাধারণন রাস্তা নিমান ও রক্ষনাবেক্ষণ, ধানের কল, চালের আড়ৎ, কুঠির শিল্প , ইট ভাঙ্গান , খাল-বিল পুকুর খনন, পানি টানা বিভিন্ন কাজে অনেক নারী নিয়োজিত আছে ।নারী-শ্রমিকরা জানান, কমক্ষেত্রে নানা প্রতিকুলতার মধ্যে কাজ করতে হয় অনেককে মালিকের লোলুপ দৃষ্টি কিংবা দৈহিক লাঞ্জনার শিকার ও তাদের হতে হয় ।
এস্ শ্রমজীবি নারীদের মজুরী প্রদানের ক্ষেত্রে সরকারী নীতিমালার কোন তোয়াক্কা করা হয়না। ফলে নারী শ্রমিকরা উদয়াস্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করে ও মুজুরী বৈষম্যের শিকার হচেছ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।