কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ব্যবসায়ীরা বেপরোয়া ভাবে নিষিদ্ধ পলিথিন আমদানি ও বিক্রয় করলেও দেখার কেউ নেই ।
স্থানীয় হাটবাজার এবং দোকান গুলোতে খোঁজখবর নিয়ে জানা যায় , বড় বড় মুদির দোকানে বিভিন্ন সাইজের নিষিদ্ধ প্যাকেট পলিথিন পাইকারি ও খুচরা বিক্রয় করা হচ্ছে ।
এসব পলিথিনের ক্রেতা চিড়া, মুড়ি,গুড়, মাছ, মিষ্টি ,কাচাঁ সবজি, খুচরা ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী । ভোক্তারা দোকান থেকে কোনো কিছু ক্রয় করলে যেসব দ্রব্য পলিথিনের ব্যাগে ভরে দেয়া হচ্ছে এবং পণ্যসামগ্রী ব্যবহারের পর পলিথিনের ব্যাগ যত্রতত্র ফেলে দিচ্ছে তারা ।
এর ফলে বজ্য পলিথিন মাটিতে পড়ে একদিকে যেমন মাটির উবরতা শক্তি নষ্ট হচ্ছে অপরদিকে ড্রেন,নদীনালা খাল ,বিলে গিয়ে ভরাট হয়ে পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে । আরো পড়ুন- যশোর জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে নিম্নমানের পলিথিনে খাদ্য মোড়ক করার তাতে মারাত্মক স্বাস্থ্য ঝুকিও রয়েছে বলে জানা গেছে । ক্ষতিকর পলিথিন ব্যবহারে সরকারি ভাবে নিষিদ্ধ থাকলেও তা মানছে না কেউ ।
উপজেলা প্রশাসন থেকে মাঝেমধ্যে লোক দেখানো অভিযান চালালেও কাজের কাজ কিছুই হয় না ।বরং ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।