ঠাকুরগাঁওয়ের ভূট্টা ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

 

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে আকিবুল ইসলাম নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের আদর্শ বাজার কলোনীপাড়া এলাকার ভূট্টা ক্ষেত থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার করা হয় । নিহত আকিবুল বালিয়া ইউনিয়নের আদর্শ বাজার কলোনীপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খেলতে খেলতে বাড়ির বাইরে যায়। সে আর ফিরে না এলে বাড়ীর আস পাশের বিভিন্ন স্থানে খোঁজার পরও না পেয়ে দুপুরে বাড়ি কিছু দুরত্বে ভূট্টা ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে শিশুটির মা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি উদ্ধারের সময় পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার মো‏হাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শিশুটি রোড এক্সিডেন্টে মারা গেলে রাস্তার পাশ্বে থাকতো, অসুক বিসুখে মারা গেলে বাসায় বাবা মায়ের কাছে থাকতো, যেহেতু এত ছোট শিশুটির লাশ ভূট্টা ক্ষেতে পাওয়া গেছে, ভূট্টা ক্ষেতের এত ভিতরে সেখানে সাধারণ মানুষের ভিতরে গিয়ে বের করা অসম্ভব, আমি সেই ভূট্টা ক্ষেতের ভিতরে গিয়েছিলাম, এত ভিতরে শিশুটির যাওয়া সম্ভব না। তদন্ত করে আমরা বের করবো আসল ঘটনা কি। পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।