নজরুল ইসলাম, ময়মনসিংহ (নান্দাইল) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম সহ তার পরিবার নিজ বাড়ীতে ঢোকার পথ না পেয়ে, গৃহবন্দী হয়ে পড়েছেন একটি অসহায় পরিবার।
এ ব্যাপারে জানতে চাইলে, জাহাঙ্গীর আলম বলেন, আমরা চলাফেরা করতে পারিনা,রাস্তার জন্য আমরা অনেক কষ্টে আছি।
আমার বাড়ি থেকে মাত্র ৬০০ ফিট রাস্তার জন্য অনেক আঁকুতি মিনতি করেও পাশের জমির মালিকদের কাছ থেকে কোন সহানুভূতি না পেয়ে, স্থানীয় ইউপি চেয়ারম্যান,মেম্বারের শরনাপন্ন হয়েও মিলছেনা কোন প্রতিকার। চলাচলের পথের অভাবে ঘরবন্দী জীবন যাপন করছেন তারা ।
দিন দিন জমির আইলটি কেটে ছোট করায় চলাচলের অসুবিধা হয়ে দাড়িয়েছে। জমির ছোট আইল দিয়ে করতে হয় চলাফেরা,কিন্তু বৃষ্টির দিনে বৃষ্টির পানিতে আইল ডুবে যাওয়ার কারণে চলাচল করা যায় না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।