তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ অর্থ ঋণের মামলার দুই সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের বুধবার (৩১ জানুয়ারী) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছেষ।
আসামীরা হলো রুপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামের আজিজ শেখ ও ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলামকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদন্ড দেন আদালত। সাজার পর তারা দীর্ঘদিন পলাতক ছিল।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারী) থানার এসআই কাজী আবুল বাশার ও এএসআই মনির হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীতের নামে অর্থ ঋণের মামলায় সাজা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।