মিষ্টার বাপ্পী, সিনিয়র ষ্টাফ রিপোর্টার: করোনাকালীন মহামারীতে সরকার জনগণের সুবিধার্থে ও এম এস ডিলারের মাধম্যে ১৮ টাকা কেজি আটা ও ৩০ টাকা কেজি দরে চাল দেওয়া শুরু করেছে ! চলমান এ কার্যক্রম স্বল্প আয়ের মানুষের মাঝে যথেষ্ট সাড়া ফেলেছে !

তারই ফলশ্রুতিতে মনিরামপুরের বিভিন্ন স্থানে চলছে এ কার্যক্রম ! দেশে বর্তমানে করোনার প্রকোপ দ্রুততার সাথে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লক ডাউন চলছে ! বিধি নিষেধ আরোপ করা হয়ে বাজার ঘাট ও লোক চলাচলে ! কিন্তু সরকারি কঠোর বিধি নিষেধ থাকার পরও কেউ মানছে না স্বাস্থ্যবিধি !

ও এম এস ডিলারদেরও নেই কোনো তৎপরতা যা সত্যিকারের দেখার কেউ নেই ! এক দিকে সরকার তৎপর হলেও কোন কিছুরই তোয়াক্কা করছে না ডিলার কিংবা আগন্তুক !

এহেনো অবস্থা চলতে থাকলে করোনা সংক্রম দিন কে দিন বৃদ্ধি পাবে বৈ কমবেনা ! বিষয়টি যথাযথ কতৃপক্ষের সু নজরে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেই বিজ্ঞ জনের মন্তব্য ! ছবি গুলি আজ সকাল ০৭:৩০ মিনিটে মনিরামপুর উত্তর মাথা বাসস্ট্যান্ডের ও এম এস ডিলার রবিউল ইসলামের দোকানের সামনে তোলা !