যশোর জেলার ফুলতলা এলাকার কুখ্যাত বিষ্ফোরক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আলম শেখ (৪৫) কে যশোর জেলার কোতোয়ালী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
যশোর জেলার কোতোয়ালী থানাধীন এলাকা থেকে কুখ্যাত বিস্ফোরক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আলম শেখ (৪১), পিতা-মৃত বরকত আলী শেখ, সাং-গোয়ালপাড়া গোবরা, থানা-নড়াইল, জেলা-নড়াইলকে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ০৩/০৪/২০২৩ তারিখ গভীর রাতে যশোর জেলার কোতোয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকতো। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে এবং ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ফুলতলা থানায় ২৬ ফেব্রæয়ারি ২০১০ সালে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত কর্তৃক যাবজ্জীবন সাজা ও অর্থদন্ড প্রদান করা হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে নিজেকে আতœগোপন করে। এক পর্যায়ে র্যাবের জালে আটক হয়।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।